/ / নতুন জিমেইল ফিচারে প্রাইভেসি শংকা

নতুন জিমেইল ফিচারে প্রাইভেসি শংকা

ওয়েব জায়ান্ট গুগলের জিমেইলে যোগ হচ্ছে নতুন আরেকটি সেবা। এ সেবার মাধ্যমে একজন জিমেইল ব্যবহারকারী যে কোনো জিমেইল ব্যবহারকারীকে সরাসরি মেসেজ পাঠাতে পারবে। তবে নতুন এই ফিচারে ব্যক্তিগত গোপনীয়তা হুমকিতে পড়বে বলে অভিযোগ উঠেছে।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, যাদের জিমেইল এবং গুগল+ দুটিতেই অ্যাকাউন্ট রয়েছে শুধু জিমেইলের নতুন এ ফিচারটির সুবিধা পাবেন।

বৃহস্পতিবার গুগলের জিমেইল ব্লগে এ সেবাটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

গুগলের ভাষ্য অনুযায়ী, এ সেবাটির মাধ্যমে বন্ধুদের সঙ্গে যোগাযোগে সুবিধা হবে। নতুন এ সেবাটিতে জিমেইল ব্যবহারকারীরা তার গুগল+ অ্যাকাউন্টের বন্ধুদের তালিকা দেখতে পারবেন। এমনকি ব্যবহারকারীর গুগল+এ তালিকায় যুক্ত না থাকলেও শুধু নাম লিখেও মেসেজ পাঠানো যাবে।

এক্ষেত্রে বিশেষজ্ঞ আইনজীবীদের কথা হচ্ছে এ ফিচারটির সুবিধা নিয়ে অচেনা কোনো ব্যক্তিও মেসেজ পাঠাতে পারবেন এবং তিনি প্রাপকের ইমেইল অ্যাড্রেসটিও সহজে পেয়ে যাবেন। অন্যদিকে নতুন এ ফিচারটিকে ‘ঝামেলাপূর্ণ’ বলেছেন ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারের প্রাইভেসি ক্যাম্পেইনার মার্ক রটেনবার্গ।

তবে নতুন এ সেবাটিতে ব্যবহারকারীদের সঙ্গে কারা যোগাযোগ করতে পারবেন সে বিষয়টি ব্যবহারকারীরা নিজেরাই নির্দিষ্ট করে দিতে পারবেন। এ ছাড়াও ফিচারটি বন্ধ করে দেওয়ার অপশনও থাকবে। তবে ফিচারটি প্রথমদিকে ডিফল্ট সেটিংস অবস্থায় থাকবে যা না বদলালে যে কোনো ব্যক্তিই মেসেজ পাঠাতে পারবেন। তবে অপরিচিত ব্যক্তির মেসেজের উত্তর না দিলে মেসেজ প্রাপকের ইমেইল অ্যাড্রেসটি প্রকাশিত হবে না এমনটাই প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।


Source : bangla.bdnews24.com

about author

Previous Post :Go to tne previous Post
Next Post:Go to tne Next Post

No comments:

Post a Comment