/ / বিড়ি শ্রমিকদের তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে অবদান রাখার প্রত্যয়

বিড়ি শ্রমিকদের তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে অবদান রাখার প্রত্যয়

বিড়ি তৈরির কাজে সরাসরি অংশগ্রহণ করার কারণে পরোক্ষ ধূমপান ও তামাকদ্রব্য ব্যহারকারীদের মধ্যে সবচেয়ে বেশি স্বাস্থ্য ক্ষতির সম্ভাবনায় থাকে বিড়ি শ্রমিকরা। বিকল্প কর্ম-সংস্থানের ব্যবস্থা এবং শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন না থাকার কারণে অল্প পারিশ্রমিক পেয়েও তাদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে এ কাজ করে যেতে হয়। তাই বিড়ি শ্রমিকদের এ বিষয়ে সচেতন করে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে তাদের অন্তর্ভুক্ত করা একান্ত প্রয়োজন। 

এ লক্ষ্যে বাংলাদেশের প্রথম সারির বেসরকারি উন্নয়ন সংস্থা ডরপ্ গত বুধবার, ৬ অক্টোবর, ২০২১ টাঙ্গাইল ৩নং ঘারিন্দা ইউনিয়নের সুরুজ বাজারে ৪০ জন বিড়ি শ্রমিককে নিয়ে “তামাক আইন শক্তিশালীকরণে বিড়ি শ্রমিকদের করণীয়” বিষয়ক একটি আলোচনা সভা পরিচালনা করে। উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল বিড়ি শ্রমিকদের র্ডপ ও সিটিএফকে- এর পক্ষ থেকে ধূমপান ও তামাকের স্বাস্থ্য ও অর্থনৈতিক ঝুঁকি, তামাক নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন দিক এবং এ আইন শক্তিশালীকরণে তাদের ভূমিকা বিষয়ে ধারণা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল জেলা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ জয়মন বেগম বলেন, “অধিকাংশ বিড়ি শ্রমিকরা পরোক্ষ ধূমপানের ফলে স্বাস্থ্যগত এবং অর্থনৈতিক ক্ষতির সম্মুখিন হন। জীবন ধারণ করার জন্য তাদের পারিশ্রমিক খুবই কম। বিকল্প পথ থাকলে হয়তো তারা ভালো একটা জীবন পেতেন। সরকারি এবং বেসরকারি কতৃপক্ষকে বিড়ি শ্রমিকদের উন্নয়নে এগিয়ে আসার অনুরোধ করছি।”  

সভাপতির ভাষণে টাঙ্গাইল জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সহ সম্পাদক জনাব জীবন সাহা বলেন, “বিড়ি শ্রমিকদের  স্বাস্থ্য ঝুঁকি কমাতে এবং বিকল্প আয়ের পথ তৈরি করতে তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে আমরা ভূমিকা রাখতে চাই। র্ডপকে ধন্যবাদ আমাদের বিষয়টা বোঝানোর জন্য। আমি সকল বিড়ি শ্রমিকদের তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে অবদান রাখার অনুরোধ করবো।” 

এছাড়া ডরপ্ আয়োজিত এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিড়ি শ্রমিকরা নিজেরা তাকাকজাত দ্রব্য বর্জন করার অঙ্গীকার করেন এবং তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে অবান রাখতে বিভিন্ন অন্তর্ভুক্তিমূলক কার্যক্রম করার ইচ্ছা পোষণ করেন। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ৩নং ঘারিন্দা ইউনিয়ন এর ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ ঈমান আলী, সাধারণ সম্পাদক মোঃ আশরাফ আলী, সাবেক ইউপি সদস্য মোঃ আনোয়ার হোসেন বাকি, র্ডপ টাঙ্গাইলের ফ্যাসিলিটেটর গুলজার হোসেনসহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

about author

Previous Post :Go to tne previous Post

No comments:

Post a Comment